মশার লার্ভা পাওয়ায় চট্টগ্রামে ৬ ভবনের মালিককে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ ভবনের মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ডেঙ্গু মশা নিধনে এডিস মশার উৎসস্থল বাসা-বাড়ির ছাদ, বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে পর্যবেক্ষণে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চসিকের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান আবুল হাশেম এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহীর নেতৃত্বে চসিকের কর্মীরা মশা মারার ওষুধ ছিটান, মাইকিং করেন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।