মসজিদে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন চট্টগ্রামের হাসান

রাজধানী ঢাকায় এশা ও তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় পথে নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে গায়ে পড়লে গুরুতর আহত হন চট্টগ্রামের আনোয়ারার মো. হাসান (৪৭)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হাসানকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাত মসজিদ রোডে এই ঘটনা ঘটে। তিনি আনোয়ারা থানা জুইদন্ডী এলাকার ফজল আহমেদের ছেলে।

নিহতের প্রতিবেশী শফিউর রহমান বলেন, রাতে তিনি নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন হাসান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মৃত ফজল আহমদের পুত্র হাসানের সংসারে তার বিধবা মা, স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে রয়েছে।

নিহত হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। হাসানের মৃত্যুতে সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য নেওয়া বন্ধ।