মামার বাড়িতে এসে বজ্রপাতে মারা গেলো শিশু, আহত আরও ৩

পার্বত্য জেলা রাঙমাটির লংগদুতে মামার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে আয়েশা সিদ্দিকা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোররাতে উপজেলার লংগদু সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকা এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই এলাকার মো. জাকির খাঁর ভাগ্নি। আহতরা হলেন, আয়েশা সিদ্দিকার মা তাজেনুর বেগম (২৭), জয়নাল খাঁর স্ত্রী হাজেরা বেগম (৭০) এবং মো. ইউসুফ আলীর মেয়ে মোছা. জেসমিন (১৩)। সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়শা ময়মনসিংহ জেলা থেকে তার মামার বাড়িতে গত ৩ মাস আগে বেড়াতে আসে। নিহত আয়েশার মামা ফসিল ক্ষেতের অস্থায়ী ঝুপড়ি ঘরে থাকতেন এবং ওখানেই এ ঘটনা ঘটে।

লংগদু থানা পুলিশ জানায়, বিষয়টি আমরা অবগত হয়েছি। আইনানুসারে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।