মিরসরাইয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মিঠাছরা উচ্চ বিদ্যালয়

২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগীতায় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২ মে) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, বিদ্যালয়টি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম চলে আসছে। বর্তমানে বিদ্যায়লটিতে ১০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করেছে। এটা অত্যন্ত গর্বের বিষয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল্লাহ দিদার বলেন, বিদ্যালয়টির সব শিক্ষার্থীদের অভিভাবক, প্রধান শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। এজন্য বিদ্যালয়ের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়। ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এই বিদ্যালয়টি। ফলাফলের দিক দিয়েও শতভাগ পাশ করে উত্তীর্ণ হয়েছে বিগত সময়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।