মিরসরাইয়ে আইন শৃঙ্খলা সভায় নির্বাচনী লিফলেট বিতরণের প্রার্থীকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এই জরিমান করেন। নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে মাসিক আইন শৃঙ্খলা সভায় নির্বাচনী লিফলেট বিতরণের করায় দায়ে এই জরিমানা করা হয়।

পদ্মফুল প্রতীক প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা বলেন, ‘আমি নতুন প্রার্থী। এ বিষয়ে জানা ছিলো না। এমপি মহোদয়ের সাথে উপজেলয় দেখা করতে গেলে আমার এই জরিমান হয়।’

উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, এটি উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ৬ (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন ও এই বিধিমালার ৩২ বিধি অনুযায়ী দন্ডনীয় অপরাধ। তাই এই প্রার্থীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।