মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার সময় ছিনতাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছি।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে এদিন রাতে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী তৌহিদুল হাসান (২২)।

অভিযোগ সূত্র জানা যায়, ঠাকুরদিঘী ইসলামী এজেন্ট ব্যাংক থেকে তৌহিদুল হাসান একাউন্ট থেকে ২ লক্ষ টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় পথের মধ্যে কিছু যুবক
গতিরোধ করেন। পরে উপজেলার দুর্গাপুর বাজারের বাবুলের দোকানের সামনে রাস্তায় তৌহিদুল হাসানকে এলোপাতাড়ি লোহার রড় দিয়ে পিঠে জখম করে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করেছেন বলে অভিযোগপত্রে জানিয়েছেন ভুক্তভোগী। তারা হলেন, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মধ্যম দূর্গাপুর গ্রামের খান সাবের ছেলে মো. সয়ন (২১), কাটাছরা ইউনিয়নের মো. নাছিরের ছেলে ইয়াছিন (২২), দূর্গাপুর ইউনিয়নের এম. এম সেলিমের ছেলে সামির (১৮), পিতা অজ্ঞাত মাহফুজ (১৯), রাকিব (২১), শাহীনসহ (১৯) । এছাড়া অজ্ঞাত আরও কয়েকজন ছিলো বলে জানিয়েছেন তৌহিদুল হাসান।

এ বিষয়ে বৃহস্পতিবার জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিজ হোসেন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। ছিনতাইয়ের বিষয়ে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মন্তব্য নেওয়া বন্ধ।