মিয়ানমারে বিক্ষোভে অংশ নেওয়া অভিনেতা তাখোন দণ্ডিত

মিয়ানমারে সামরিকজান্তা বিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়ায় দেশটির জনপ্রিয় মডেল ও অভিনেতা পাইং তাখোনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসির।

বিবিসির খবরে বলা হয়, মডেল ও অভিনেতা পাইং তাখোন অনলাইনে জান্তা সরকারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছিলেন। মিয়ানমারে তার লাখ লাখ ভক্ত ও অনুসারি আছে। তিনি অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

গত এপ্রিলে পাইং তাখোনকে আটক করেছিল জান্তা সরকার। তার বোন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানান, তাকে আটকের সময়টি ছিল স্থানীয় সময় ভোর পাঁচটা। তাকে আটক করতে ৮টি সামরিক ট্রাকে প্রায় ৫০ জন সেনা সদস্য এসেছিল।

তাখোনের আইনজীবীর জানিয়েছেন, তাকে কঠোর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাখোনের পরিবার আপিল করার কথা বিবেচনা করছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বড় ধরনের জয় পেয়েছিল। এর কয়েক সপ্তাহ পর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

মন্তব্য নেওয়া বন্ধ।