যানজট নিরসনে ‘হাটহাজারী সচেতন নাগরিক ফোরাম’র স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম মহানগরের নিকটবর্তী উপজেলা হাটহাজারী। এই উপজেলা দিয়ে পার্শ্ববর্তী রাউজান, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ রাঙামাটি পার্বত্য অঞ্চলের যাতায়াত। প্রতিদিন অতিরিক্ত যানবাহনের চাপে এই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের সৃষ্টি হয়।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট মুক্তকরন,পথচারীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করে দেওয়া, ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন জনস্বার্থমূলক দাবিতে হাটহাজারী সচেতন নাগরিক ফোরামের ব্যানারে নাগরিক সমাবেশ ও প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (১০ এপ্রিল) বিকালে বাসস্ট্যান্ড চত্বরে নাগরিক সমাবেশ ওপরে হাটহাজারী উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম হাটহাজারী সচেতন নাগরিক ফোরামের ব্যানারে উত্থাপিত দাবিগুলো নিয়ে আলাপ করেন। তিনি যৌক্তিক দাবিগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

যানজট নিরসনে 'হাটহাজারী সচেতন নাগরিক ফোরাম'র স্মারকলিপি প্রদান 1

এর আগে বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত নাগরিক সমাবেশে হাটহাজারী সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ও হাটহাজারীর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু।

মোঃ ইকবাল বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন আইয়ুব খান লিটন, মহিবুল হক মুহিদ, মো: ফারুক খান, জাফর আলম, মোঃ শাহজাহান, মোঃ হারুনসহ আরো অনেকে।

আরও উপস্থিত ছিলেন মোঃ জসিম, মোঃ বেলায়েত,নুরুল আক্কাস, মোঃ জাবেদ, মো হানিপ,আলমগীর, সুমন,মোঃ মুন্না, মোঃ রাসেল, জসিম,এয়ার মুহাম্মদ, আলী হায়দার, জাহানগীর প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।