রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৩ বসতঘর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন।

রোববার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের এস.কে রোড সংলগ্ন গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষেত্র বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী আবু জাফর বলেন-আনুমানিক রাত ৯টার কাছাকাছি হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে এলাকাবাসী এগিয়ে আসেন এবং রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মোহাম্মদ সৈয়দের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ব্যবসায়ী আবু জাফর।

আগুনের বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন- সরফভাটায় ৩টি বসতঘরে আগুন লাগে এমন খবর আমাদের কাাছে আসে। আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।