রাঙ্গুনিয়ার পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। এদিন শতাধিক প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করার জন্য ৩৪৩ কেজি পোনামাছ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা নজরুল কাদের, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক, মৎস্য সসম্প্রসারণ প্রতিনিধি খোরশেদ আলম, মৎস্য খামারী সুলতান উদ্দিন আকবর প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।