রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি দোকান। রোববার দিবাগত রাত ২টা ৫০মিনিটের দিকে উপজেলার উত্তর পোমরা মালিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মাহাবুবুল আলমের মুদী দোকান, আবাস উদ্দিনের চায়ের দোকানে, মো. রমজানের লাকড়ী দোকান, নেপাল সওদাগরের চায়ের দোকান ও হীরু আলমের ফেন্ডস ক্লাব অফিস পুড়ে গেছে।

পোমরা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উত্তর পোমরা মালিরহাট বাজারের সাধারণ সম্পাদক আকবর হোসেন রুবেল বলেন, পুড়ে যাওয়া দোকান গুলোতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মালিরহাট বাজারে আগুন লাগে। রোববার দিবাগত রাত ২টা ৫০মিনিটের দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই পাঁচটি দোকান পুড়ে যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।