রাঙ্গুনিয়ায় ৮ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে উপজেলার মরিয়মনগর বাজারে এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান সুমনের নেতৃত্বে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্যাটারি ও গাড়ির টায়ারের যাবতীয় দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন- মো. কুদ্দুস, মো. সালাউদ্দিন, সালা উদ্দিন, মো. রাশেদ, মো. করিম উদ্দিন, মো. নুরনবী, মো. ফরিদ ও মো. কাসেম ডিলার।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।