রুমায় কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

গোলাগুলির ঘটনার পর বান্দরবানের রুমা উপজেলার মুয়ালপি পাড়ায় অবস্থিত কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পরিত্যক্ত ঘাঁটি থেকে এক কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নিহত কেএনএফ সদস্যের নাম বয়রামসাং বম। সে রোয়াংছড়ি উপজেলার পাইনক্ষ্যং পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রুমা উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মাহবুবুল হকের নেতৃত্বে রুমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

জানা গেছে, গত মঙ্গলবার ভোরে মুয়ালপি পাড়ায় অবস্থিত কেএনএফের ঘাটিতে হামলা চালায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)। এতে দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলে। এ সময় গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক আর উকন্ঠা তৈরি হয়। সংঘর্ষের এক পর্যায়ে বেলা প্রায় ২টার দিকে কেএনএফ পিছু হটে এবং তাদের ক্যাম্প পরিত্যক্ত রেখে পালিয়ে যায়।

তবে সে সময় তাৎক্ষনিক কোন হতাহতের ঘটনা জানা যায়নি। তবে ঘটনার পরের দিন স্থানীয়রা জুমে কাজে গেলে একটি কবর দেখতে পায়, পরে রুমা থানা পুলিশকে খবর দিলে কবর খুঁড়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহত সদস্যের লাশ মাটি চাপা দিয়ে পালিয়ে যায় কেএনএফ।

এদিকে প্রায় ৮-১০ দিন পূর্বে সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়ে রুমা সদরে আশ্রয় নেয়া মুয়ালপি পাড়ার মারমা জনগোষ্ঠীর ৫১ পরিবার তাদের গ্রামে ফিরতে শুরু করেছে। আশ্রিতদের নিরাপত্তা, চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছিল রুমা সেনা জোন।

মন্তব্য নেওয়া বন্ধ।