লংগদু যুবলীগের নেতৃত্বে চাঁন মিয়া-কামাল

রাঙামাটির লংগদু উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. চাঁন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দীন পাশা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তারা বিজয়ী হোন।

সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জনের মাঝে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ হয়। ১৭৬টি ভোটের মধ্যে জমা পড়ে ১৭৫টি ভোট। এতে ৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন লংগদু ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি মো. চাঁন মিয়া এবং ৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন পাশা ।

এদিন সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয়-দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লংগদু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।

এ সময় বিশেষ অতিথি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, লংগদু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদ সদস্য আসমা বেগম উপস্থিত ছিলেন।

সম্মেলনে লংগদু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল হক ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।