লতা-সন্ধ্যার পথে বাপ্পি লাহিড়ী, সঙ্গীতাঙ্গণে শোকের ছায়া

ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর মাত্র ১০ দিনের মাথায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চলে গেলেন আরেক কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়। একই দিন মধ্যরাতে চলে গেলেন বাপ্পি লাহিড়ীও।

বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বাপ্পি লাহিড়ীর গায়কির নিজস্ব কায়দা তাকে সঙ্গীত জগতে অন্যরকম পরিচিতি দিয়েছিল। অনেকগুলো পুরস্কার এবং সম্মাননা আছে তার ঝুলিতে।

বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী সঙ্গীত জগতের মানুষ। তিনি ছিলেন একমাত্র সন্তান। বাবা-মায়ের কাছে গানের তালিম পাওয়া বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন।

তার পোশাক, চাল-চলনের জন্য তিনি অন্যদের চেয়ে আলাদা ছিলেন। শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালবাসতেন তিনি। বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!’

বাপ্পি লাহিড়ী বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন। কিন্তু রাজনীতিতে কখনওই স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম নেওয়া এই কিংবদন্তীর মৃত্যুতে সংঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য নেওয়া বন্ধ।