শীতার্তদের পাশেও সিএমপি

একেতো মাঘের হাড়কাঁপানো শীত, সাথে যুক্ত হয়েছে লঘুচাপের প্রবাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিতে বিপাকে পড়ছিল নগরীর ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আর রাতের বেলায় তাদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন সিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা।

এ সময় উপস্থিত ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-কমিশনার, সিনিয়র সহকারী কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ডিসি জয়নুল আবেদীন বলেন, সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আমরা অসহায় মানুষ খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করেছি। নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, করোনা মহামারির শুরু থেকে নগর পুলিশ খাদ্য সহায়তা, ওষুধ সহায়তার পাশাপাশি রোগী ও ডাক্তারদের পরিবহণ সুবিধা দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছে। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে পতেঙ্গায় যৌথভাবে হাসপাতাল পরিচালনা করে করোনা রোগীদের চিকিৎসা দিয়েছে। এখনো যৌথ হাপসাতাল পরিচালিত হচ্ছে নগরীর পাহাড়তলী থানা এলাকায়।

মন্তব্য নেওয়া বন্ধ।