সন্দ্বীপে অকটেন চালিত অটোরিক্সার ভাড়া সর্বনিম্ন ৩৫ টাকা

সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট থেকে উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াতে অকটেন চালিত অটোরিক্সার জনপ্রতি ভাড়া সর্বনিম্ন ৩৫ টাকা ও সর্বোচ্চ ৮৫ টাকা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে রিজার্ভ ভাড়া সর্বনিম্ন ১৮০ টাকা ও সর্বোচ্চ ৪৩০ টাকা করে নির্ধারণ করা হয়।

রোববার (১৭ এপ্রিল) সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা অকটেন চালিত অটোরিক্সার মালিক ও চালক সমিতির সদস্যদের উপস্থিতিতে এ ভাড়া নির্ধারন করেন।

নতুন ভাড়া অনুযায়ী, শিবের হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে শিবের হাট জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও রিজার্ভ ভাড়া ৩৫০ টাকা।
আকবর হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে আকবর হাট জনপ্রতি ভাড়া ৮০ টাকা ও রিজার্ভ ভাড়া ৪০০ টাকা।
নাজির হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে নাজির হাট জনপ্রতি ভাড়া ৬০ টাকা ও রিজার্ভ ভাড়া ৩০০ টাকা।
কেঞ্জাতলী থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে কেঞ্জাতলী জনপ্রতি ভাড়া ৬০ টাকা ও রিজার্ভ ভাড়া ৩০০ টাকা।
তালতলী থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে তালতলী জনপ্রতি ভাড়া ৫৫ টাকা ও রিজার্ভ ভাড়া ২৮০ টাকা।
কমপ্লেক্স গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে কমপ্লেক্স জনপ্রতি ভাড়া ৫০ টাকা ও রিজার্ভ ভাড়া ২৫০ টাকা।
সেনের হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে সেনের হাট জনপ্রতি ভাড়া ৪০ টাকা ও রিজার্ভ ভাড়া ২০০ টাকা।
এনামনাহার থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে এনামনাহার জনপ্রতি ভাড়া ৩৫ টাকা ও রিজার্ভ ভাড়া ১৮০ টাকা।
কাজিপাড়া থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে কাজিপাড়া জনপ্রতি ভাড়া ৮০ টাকা ও রিজার্ভ ভাড়া ৪০০ টাকা।
ধোপার হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে ধোপার হাট জনপ্রতি ভাড়া ৬০ টাকা ও রিজার্ভ ভাড়া ৩০০ টাকা।
মুন্সীর হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে মুন্সীর হাট জনপ্রতি ভাড়া ৮৫ টাকা ও রিজার্ভ ভাড়া ৪৩০ টাকা।
হক সাহেবের বাজার থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে হক সাহেবের বাজার জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও রিজার্ভ ভাড়া ৩৫০ টাকা।
ঘাট মঝির হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে ঘাট মঝির হাট জনপ্রতি ভাড়া ৬৫ টাকা ও রিজার্ভ ভাড়া ৩৩০ টাকা।
চৌহমুনী বাজার থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে চৌহমুনী বাজার জনপ্রতি ভাড়া ৫০ টাকা ও রিজার্ভ ভাড়া ২৫০ টাকা।
বক্তার হাট থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে বক্তার হাট জনপ্রতি ভাড়া ৪৫ টাকা ও রিজার্ভ ভাড়া ২৩০ টাকা।
দলইপাড়া থেকে গুপ্তছড়া ঘাট ও গুপ্তছড়া ঘাট থেকে দলইপাড়া জনপ্রতি ভাড়া ৭০ টাকা ও রিজার্ভ ভাড়া ৩৫০ টাকা।

এর আগে গত ১০ এপ্রিল রোববার থেকে গুপ্তছড়া ঘাটে অকটেন চালিত অটোরিক্সার চালকরা সমিতি বানিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকে। অতিরিক্ত ভাড়া নিয়ে বেশ কয়টি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয় এবং সন্দ্বীপবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ করতে থাকে।

বিষয়টি সন্দ্বীপ উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলো।

মন্তব্য নেওয়া বন্ধ।