সাংবাদিক মিঠুর মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠুর মাতা সকিনা বেগম (৬০) মৃত্যুবরণ করেছেন। (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। সোমবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। একইদিন দুপুর ২টায় মিঠাছরা ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সকিনা বেগম দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মাহমুদ আলী ভূঁঞা বাড়ীর কবির আহম্মদের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাযার নামাজে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান নুরুল আফছার, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামশেদ আলম, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল।

এদিকে সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর মাতা সকিনা বেগমের মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করেছেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মন্তব্য নেওয়া বন্ধ।