সাকিব-কোহলিদের ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়, ম্যাচের দিনও মিলবে টিকিট

ওয়ানডে সিরিজ জয়ের পর আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়বে বাংলাদেশ। দর্শকরা মাত্র ১০০ টাকা খরচ করেই মাঠে বসে উপভোগ করতে পারবেন এই খেলা। এছাড়া সীমিত সংখ্যক টিকিট পাওয়া যাবে ম্যাচের দিন সকালেও।

সোমবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ ক্যাটাগরির টিকিট প্রাপ্তির বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ১০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পশ্চিম গ্যালারি মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার মূল্য ১০০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ,মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে টিকিট পাওয়া যাবে বিটাক মোড়ের সাগরিকা টিকেট কাউন্টারে। এছাড়া টিকিট কেনা যাবে এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকেও। প্রতিদিন সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত দল।

মন্তব্য নেওয়া বন্ধ।