সাত হাজার টাকা চাঁদার জন্য অপহরণ, গ্রেফতার ২

নগরীর হালিশহরে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদার সাত হাজার টাকার জন্য এই অপহরণ বলে জানা গেছে।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে সবুজবাগ বড় মসজিদের পাশে ডাক্তার বাড়ীর পিছনে খোলা মাঠে টিনের ঘর থেকে তাদের আটক করে মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাজ্জাদ (২২), ও মো. রাব্বি (২১)। পুলিশ সূত্রে জানা যায়, এই মামলার ভিক্টিম সীমা আক্তার সুমি ও তার স্বামী মো, আকাশ দশ মাস পূর্বে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সবুজ এলাকায় বসবাস করা শুরু করেন। বসবাসের এক পর্যায়ে সাজ্জাদ ও রনি তাদের বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে তারা ভিক্টিমের বাসায় গিয়ে বিয়ের কাবিননামা দেখাতে বলে। ওই দম্পতি গ্রামের বাড়ি থেকে কাবিননামা এনে দেখালে তারা সাত হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

গতকাল বুধবার সন্ধ্যায় ভিক্টিম আকাশ বাসায় ফেরার পথে সাজ্জাদ তার ছয় সাতজন সঙ্গীকে নিয়ে সবুজবাগ মসজিদের পাশ থেকে দেশীয় অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে আকাশের স্ত্রী সীমাকে চাঁদার সাত হাজার টাকা নিয়ে তাদের দেওয়া ঠিকানায় যেতে বলেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন চট্টগ্রাম খবরকে বলেন, স্বামীকে অপহরণের ফোন পেয়ে ওই নারী জাতীয় জরুরী সেবার নম্বরে ফোন করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার স্বামীকে উদ্ধার করে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এমএইচকে/

মন্তব্য নেওয়া বন্ধ।