সিএমপির আরও ৯ জনসহ অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন

পদোন্নতি পেয়ে চট্টগ্রাম নগর পুলিশের নয়জন ডিসিসহ ‘সুপারনিউমারারি’ পদের বিপরীতে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪০ কর্মকর্তা। পদোন্নতি প্রাপ্ত সিএমপির ডিসিরা হলেন—সালাম কবির, এসএম মোস্তাইন হোসেন, মোখলেছুর রহমান, তারেক আহম্মেদ, কবির ভূইয়া, অনিন্দিতা বড়ুয়া, জয়নুল আবেদিন (টিটু), আলী হোসেন, ফয়সাল আহম্মেদ।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। একই দিন অপর এক আদেশে সিএমপির ডিসি সদর আব্দুল ওয়ারীশ এবং ডিসি দক্ষিণ মোস্তাফিজুর রহমানসহ আরও ১২ জনকে অতিরিক্ত ডিআইজি পদের পদোন্নতি দিয়েছে সরকার।

‘সুপারনিউমারারি’ পদের বিপরীতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জ অফিসের এসপি সঞ্জয় সরকার ও নেছার উদ্দীন, শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সুলাইমান, সিআইডির এসপি শাহনেওয়াজ খালেদ, রেজাউল মাসুদ, পুলিশ স্টাফ কলেজের এসপি সোহেল রানা, টুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদসহ মোট ১৪০ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।