সিএমপির আয়োজনে শোক দিবসের আলোচনা সভা শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইতোমধ্যে চট্টগ্রাম নগর পুলিশ-সিএমপি নানান কর্মসূচি উদযাপন করেছে। তারই ধারাহিকতায় শনিবার (২০ আগস্ট) থাকছে আলোচনা সভা।

সিএমপির মাল্টিপারপাস ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার।

শনিবার (২০ আগস্ট) সকাল ১১টা থেকে আলোচনা সভা শুরু হবে। সিএমপি ইতোমধ্যে মোমবাতি প্রজ্জ্বলন, শোক র‍্যালী, বৃক্ষরোপন কর্মসূচি, শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সিনেমা প্রদর্শনী ইত্যাদি নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে।

এছাড়াও সিএমপি পুনাকের সভানেত্রী রীতা দাসের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পুনাক কার্যালয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। নগরীর কদম মোবারক মাদরাসার এতিমদের মুখে খাবার তুলে দিয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করে।

মন্তব্য নেওয়া বন্ধ।