সিভাসু’র ৫৯ শিক্ষার্থী মালয়েশিয়া গেলো ইনটার্নশিপ করতে

ইনটার্নশিপ করতে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের (সেশন ২০১৮-২০১৯) ৫৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন বলে জানান সিভাসুর সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তারা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি)-এ অবস্থান করে তাদের ইনটার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবে।

মালয়েশিয়া যাত্রার প্রাক্কালে শিক্ষার্থীরা ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ফটোসেশনে অংশ নেয়।

মন্তব্য নেওয়া বন্ধ।