সীতাকুণ্ডে মোমবাতির আগুনে পুড়ল দুই বসতঘর

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে আগুনে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের গোমস্তা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই দুই ঘরে ৬টি পরিবারের বসবাস ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে গোমস্তা বাড়ির হারিছ উদ্দিনের ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশ্ববর্তী হানিফ উদ্দিনের ঘরেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হারিছ উদ্দিনরা চার ভাই ও হানিফ উদ্দিনরা দুই ভাই পরিবার নিয়ে এই ঘরগুলোতে বসবাস করতেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার আবদুল আলীম বলেন, আগুনে দুটি ঘর পুড়ে গেছে। সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের আরও কয়েকটি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোমবাতির আগুন থেকে অসাবধানতায় আগুন লাগার ঘটনা ঘটে।

মন্তব্য নেওয়া বন্ধ।