হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’- স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া উচ্চ বিদ্যালয়ে তরুণদের সংগঠন ইয়ুথ ফর বেটার বিল্ডিং বেটার বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

রবিবার দুপুরে চারিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন প্রত্যেকে যেন তিনটি করে (ফলজ, বনজ, ভেষজ) গাছ রোপণ করি। এছাড়াও পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করি।

তিনি আমাদের বৃক্ষরোপণ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সচেতন হতে বলেছেন। পলিথিনের ব্যবহার কমানো, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা পরিহার, পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখা সহ নানা নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো যদি মেনে চলি তাহলে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো

অনুষ্ঠানে গাছ লাগানো গাছগুলো পরবর্তীতে যাতে নষ্ট না হয় সে জন্য গাছের পরিচর্যা করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশের সভাপতি কাজী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সুলতানুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্র লীগ নেতা মো. রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মো. বেলাল উদ্দীন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আরাফাত উদ্দিন, সহ-সভাপতি জিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরাফাতুল ইসলাম হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজান, সদস্য রকিব, আব্বাস, ইমতিয়াজ, রাতুল, বকতিয়ার, রাহাত, সাফওয়ান, সাইফ, রাকিব, রাখিন, ইমতিয়াজ উদ্দিন, সাইম, আতিকুর, আব্দুল্লাহ, ফয়েজ মির্জা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরপণ ও সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।