হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোহাম্মদ সাজিদ (১৮) নামের এক জিপ (চাঁদেরগাড়ি) শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হন।

রবিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় হাটহাজারী পৌরসভার বড়ুয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় ইট বোঝায় জীপ (চাঁদের গাড়ি)।

স্থানীয়রা আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরন করেন। তবে ঘটনাস্থলেই সাজিদ মারা যায়।

নিহত সাজিদ মির্জাপুর ইউনিয়নের মুনার বাড়ীর আবদুল মন্নানের পুত্র, আহত ব্যক্তিরাও একই ইউনিয়নের কালা বাদশাপাড়ার বাসিন্দা বলে জানা যায়।

গুরুতর আহতরা হলেন চালক মো. লোকমান (৩২) ও শ্রমিক মো. তারেক (১৮)। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শাহ মোহাম্মদ করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ করি। নিহত সাজিদের ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করতে না পারলেও ক্ষতিগ্রস্থ জীপ গাড়ী পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।