হালদার ডিম সংগ্রহকারীদের সাথে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা

হালদায় কার্প জাতীয় মাছের আসন্ন প্রজনন মৌসুম উপলক্ষে স্থানীয় ডিম সংগ্রহকারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াগোনা হ্যাচারি ও দুপুরে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুটি পৃথক সভা করা হয়।

সভায় উপস্থিত স্থানীয় ডিম সংগ্রহকারী ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা ভেড়িবাধের কারণে কুপ ভরাট হওয়ার সমস্যাসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়। যা আগামী কয়েকদিনের মধ্যেই সমাধান করার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

সভায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) তিযুষ প্রবাকর, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মেহেরুন্নেসা, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সারওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান শহেদুল আলমসহ স্থানীয় ইউপি সদস্য ও ডিম সংগ্রহকারীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।