হালদা নদীতে ৯ কেজি ওজনের মরা কাতলা

হালদা নদীতে ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মরা কাতলা ব্রুড মাছ ভেসে উঠেছে। সেটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

তিনি বলেন, সকালের দিকে হালদা নদীর কাগতিয়া স্লুইচগেটের অপর পাশে প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতলা ব্রুড মাছ মরা অবস্থায় উদ্ধার করা হয়। মাছটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি এবং প্রস্থ ১০ ইঞ্চি।

মন্তব্য নেওয়া বন্ধ।