হালদায় মিলছে নমুনা ডিম, অপেক্ষায় ডিম সংগ্রহকারীরা

দেশে কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে।
মঙ্গলবার (৭ মে) ভোর রাতে ডিম ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে ডিম ছাড়ার পরিমাণ বাড়তে থাকে বলে জানান ডিম সংগ্রহকারীরা।

এখন অমাবস্যা চলছে। বজ্রসহ বৃষ্টিপাত ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ রয়েছে। আজ যদি গতকালের মতো বজ্রপাতসহ বৃষ্টি নামে তবে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ড. শফিকুল ইসলাম।

জানা গেছে, নাপিতের ঘোনা থেকে আজিমেরঘাট পর্যন্ত নমুনা ডিম পেয়েছেন সংগ্রহকারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদার রিসার্চ ল্যাবরেটরি প্রধান অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আজ সকালে হালদা নদীতে পাহাড়ি ঢল নেমেছে। এই ঢলে মাছের প্রজনন আচরণের অংশ হিসেবে ব্রুড মাছগুলো প্রণোদিত হয়ে উজানের দিকে উঠে আসার সম্ভাবনা আছে। বিশেষ করে নাজিরহাট থেকে ফটিকছড়ি ধুরং খালের মুখ পর্যন্ত বিশেষ পাহারার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। এই এলাকাগুলোতে এই সময়ে ব্রুড মাছগুলো ধরে ফেলার সম্ভাবনা আছে কারণ বংশপরম্পরায় স্থানীয় মানুষরা জানে এই সময়ে হালদা নদীতে বড় মাছগুলো পাওয়া যায়। একই সাথে হাটহাজারীর পেশকার হাট থেকে ফরহাদাবাদ এবং নাজিরহাট পর্যন্ত বিশেষভাবে মনিটরিং করার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি। এই এলাকা থেকেও বিচ্ছিন্নভাবে ব্রুড মাছ শিকার করা হয়।

তিনি আরও বলেন, সবকিছু অনুকূলে থাকলে আজকে রাতের দিকে হালদা নদীতে রুই জাতীয় মাছের ডিম ছাড়ার সম্ভাবনা আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।