১০ আগস্টের মধ্যে চট্টগ্রামের সব রিকশার লাইসেন্স নিতে হবে

আগামী ১০ আগস্টের মধ্যে চট্টগ্রামের সব রিকশাকে কিউআরকোড সমৃদ্ধ ডিজিটাল লাইসেন্স গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রোববার (১৮ জুন) নগরীর আন্দরকিলাস্থ চসিক পুরাতন নগর ভবনের কে বি আব্দুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সাথে মতবিনিময় সভায় মেয়র একথা জানান।

তিনি বলেন, ১৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে নগরীর সব অযান্ত্রিক যানবাহনকে কিউআরকোড সমৃদ্ধ ডিজিটাল লাইসেন্স নিতে হবে। আগে ম্যানুয়াল লাইসেন্সের কারণে জালিয়াতির যে সুযোগ ছিল ডিজিটাল লাইসেন্সের ফলে তা থাকবেনা। ১০ আগস্টের পর যেসব রিকশার লাইসেন্স থাকবেনা সেসব রিকশা পথে নামতে পারবেনা। কেউ জাল লাইসেন্স করলেই কিউআর কোডের কারণে ধরা পড়ে যাবে।

সভায় উপস্থিত ছিলেন, চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের উপদেষ্টা টিটু মহজাজন, ভারপ্রাপ্ত সভাপতি মো. খুরশিদ কোং, সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. তসলিম কোং, কোষাধক্ষ্য মো. আলী, মো. সেকান্দর কোং, মো. ইব্রাহীম, মো. হাসানসহ রিকশা মালিক পরিষদের নেতৃবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।