৫০ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ

সারদেশে মাধ্যমিক এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫০ হাজারের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে বিএসবি ফাউন্ডেশন। সংবর্ধনায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে স্কলারশিপ, মেডেল ও সার্টিফিকেট। নির্দিষ্ট অনলাইন ফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

দেশের বিভিন্ন জেলা উপজেলার ১৫টি পৃথক ভেনুতে আগামী ১৮ মে থেকে ৮ জুন পর্যন্ত এই সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় শিক্ষার্থীরা এসএসসি পাসের পর দেশে একাদশ শ্রেণিতে ভর্তি, ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি, বিদেশে স্কুল-কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য সম্পর্কে জানতে পারবে।

জানা গেছে, বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৪ এর উপরে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ ৩.৫০ এর বেশি প্রাপ্তরাই অংশ নিতে পারবেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। সংবর্ধনার মাধ্যমে যেমন বিভিন্ন বিষয়ে জানার সুযোগ থাকছে তেমনি বিভিন্ন সুবিধাও পেতে পারেন শিক্ষার্থীরা।

যেসব স্থানে এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে
৫০ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ 1

আগামী ১৮ মে নারায়াণগঞ্জের ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে; ১৯ মে মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার; ২০ মে যাত্রাবাড়ির মেয়র সাঈদ খোকন অডিটরিয়ামে; ২১ ও ৩১ মে উত্তরার ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে; ২২ ও ২৩ মে চট্টগ্রামের হালিশহরের বড়পুলস্থ সিটি হল কনভেনশন সেন্টারে; ২৪ ও ৩০ মে কেরাণীগঞ্জের ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে; ২৫ মে ও ৩১ মে হাসনাবাদের মেট্রোপলিটন কলেজ অডিটোরিয়ামে

এছাড়া ২৫ মে আখাউড়ার ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে; ২৬ মে আশুগঞ্জের ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে; ২৭ মে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে; ২৯ মে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে; এবং ৮ জুন নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে দেশব্যাপী এই আয়োজনের।

যেসব বিষয়ে জানা যাবে সংবর্ধনা অনুষ্ঠানে

৫০ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ 2
২০২৩ সালের বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপের আয়োজনে চট্টগ্রামের এসএসসি পাশ শিক্ষার্থীদের সংবর্ধনা।

• দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানা।
• দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ সম্পর্কিত বিষয় জানা।
• উচ্চশিক্ষা গ্রহণে বিষয়, বিশ্ববিদ্যালয় এবং দেশ নির্বাচন সম্পর্কে অবহিত হওয়া।
• বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অলারশিপ পাওয়ার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো জানা।
• উচ্চশিক্ষা গ্রহণে কিভাবে আর্থিক প্রস্তুতি-স্ট্যাডি লোন নেওয়া যায় সে সম্পর্কে জন্য।

ক্যামব্রিয়ানের সেরা ১০
• বোর্ডের মেধা তালিকায় সেরা ১০ এ অবস্থন।
• স্কলারশিপ ও হোটেল সুবিধা।
• সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়।
• কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
• মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান।
• সহশিক্ষা কার্যক্রমে অংগ্রহণের সুযোগ।
• ছাত্র-শিক্ষক অনুপাত ১০:১।
• ছুটির পর ফ্রি এসএসপির সুবিধা।
• পরীক্ষাসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য কোন ফি নেওয়া হয় না।
• উচ্চশিক্ষায় বিএসবি ফাউন্ডেশন স্কলারশিপ ও ভিসা সাপোর্ট।

দেশের সবচেয়ে বড় শিক্ষাসেবা প্রতিষ্ঠান বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন এম কে বাশার বলেন, আমরা প্রতি বছর এসএসসি এবং এইচএসসি পাশ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকি। এবারও আমাদের সকল ক্যাম্পাসের আয়োজনে এসএসসি পাশ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছি। আমাদের এই আয়োজন কেবলই ফুল-সনদ কিংবা ক্রেস্টের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা এই আয়োজন থেকে শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মেসেজ পৌঁছে দেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে একজন নিজেকে কিভাবে প্রস্তত করবেন সেসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন সেসব বিষয়েও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।

৫০ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ 3

তিনি বলেন, আজকের বিশ্ব আগের থেকে অনেক উন্নত, অনেক গতিশীল। পরিবর্তিত এই পৃথিবীর শিক্ষাব্যবস্থাও আরও স্মার্ট হয়েছে, প্রতিযোগিতা বেড়েছে। আমাদের সন্তানদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেই ‘স্মার্টনেস’ রপ্ত করতে হবে। জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক জ্ঞান অর্জন এবং ব্যবহারের মাধ্যমেই সেই স্মার্টনেস রপ্ত করা সম্ভব। যার জন্য আমরা শিক্ষার্থীদের ভিন্ন উপায়ে পাঠদানের ব্যবস্থা করেছি; তারা উচ্চশিক্ষার পথ কিভাবে সুগম এবং সাফল্যময় করতে পারে সেসব বিষয়ে প্রতিনিয়ত তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছি।

প্রসঙ্গত, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (বিএসবি) ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শান্তির জন্য শিক্ষা, আত্মনির্ভরশীলতা ও বৈশ্বিক সুযোগ- এ শ্লোগান নিয়ে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। শিক্ষার মান উন্নয়ন ও সুশিক্ষায় শিক্ষিতকরণের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

বর্তমানে দেশের পাঁচটি শিক্ষা বোর্ডের অধীন ১৫টি ক্যাম্পাসে ক্যামব্রিয়ান কলেজের পাঠদান অব্যাহত আছে। ২০১৪ সালে চট্টগ্রামে ক্যামব্রিয়ারে পথ চলা শুরু। রাজধানী ঢাকার মতো চট্টগ্রামের হালিশহরেও রয়েছে ক্যামব্রিয়ানের ডিজিটাল ক্যাম্পাস। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজ ফলাফলের দিক থেকে এই বোর্ডের অন্যতম শীর্ষ কলেজ।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন।

মন্তব্য নেওয়া বন্ধ।