চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এ দল কোনো পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। তিনি বলেন, দেশ-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিকদের সচেতন থাকতে হবে।
সোমবার (২৪ মার্চ) উপজেলা সদরে একটি রেস্টুরেন্টে ফটিকছড়ি জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। প্রকৃত সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিক জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। সাংবাদিক দেশ ও দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেলেও তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।’
তিনি আরও বলেন, ফটিকছড়ি বিভিন্ন দিক থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে। বৃহত্তর ফটিকছড়ির উন্নয়নে আমি সবাইকে পাশে চাই। আল্লাহ যদি আমাদের কবুল করে, আল্লাহ যদি আমাদের ক্ষমতা দেয়। ইনশাআল্লাহ আমরা এ দেশকে একটি রোল মডেল হিসেবে গড়তে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু। থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাবেক থানা আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার, ভূজপুর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহের, মাওলানা নুরুল আলম আযাদ, এজহারুল ইসলাম, আব্দুর রহিম, মাসুদুর রহমান প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।