অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২ ছাত্র নিহত হওয়ার পর সার্বিক পস্থিতি বিবেচনায় চুয়েট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চুয়েটের শ্রেণি কার্যক্রমের পাশাপাশি সব ধরণের পরীক্ষাও বন্ধ থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হলসমূহ খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা গেছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ২২ এপ্রিল শান্ত সাহা ও তৌফিক হোসেন নামের দুই শিক্ষার্থী প্রাণ হারান। এরপর থেকে ক্যাম্পাস অচল রয়েছে। শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরুদ্ধ করে আন্দোলন করছেন ১০ দফা দাবীতে। ইতোমধ্যে ঘাতক বাস চালক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য নেওয়া বন্ধ।