কিশোর আবদুল্লাহকে হত্যা করে লাশ রেখে গেলো দুই বিল্ডিংয়ের মাঝে

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার বন্দরটিলা হামিদ আলী টেন্ডল বাড়ি সড়কের বহুতল ভবনের পিছনে ড্রেন থেকে নিখোঁজ কিশোর মোঃ আবদুল্লাহর (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদুল্লাহর হাত-পা ও মুখ বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। আব্দুল্লাহ ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামের মাহমুদ তালুকদারের বড় ছেলে।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম খবরকে বলেন, কিশোর আব্দুল্লাহ গতকাল থেকে নিখোঁজ ছিল। আমরা তাকে জীবিত উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। আজ বেলা ১১টার দিকে হামিদ আলী টেন্ডল বাড়ি সড়কের দুটি বিল্ডিয়ের মাঝে শুকনো ড্রেনে তার মরদেহ পাওয়া যায়। আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। নিশ্চিত হতে আমরা ময়নাতদন্ত করাচ্ছি। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আবদুল্লাহর স্বজনদের দাবী, বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। একটি মোবাইল নাম্বার থেকে তার পরিবারের কাছে মুক্তিপন দাবী করা হয়েছিল। ধারণা করা হচ্ছে মুক্তিপন না পেয়ে তাকে হত্যা করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।