চট্টগ্রামে আরও ৫৮ জনের শরীরে করোনার বিষ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫২১টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৪৬ জনই নগরের ১২ জন বিভিন্ন উপজেলার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ।

বুধবার (২৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২৭ হাজার ১৩৬ জন ব্যক্তিকে ছুঁয়ে গেলো করোনার বিষ। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৫৫৬জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৮০ জন।

গত কয়েকদিন সারা দেশে করোনায় মৃত্যুর তথ্য জানান দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা চট্টগ্রাম মৃত্যু শূন্য থাকলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। নিয়মিত।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। তার মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জন সমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
চট্টগ্রামে সিভিল সার্জনসহ ৪০ জনের করোনা
চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে—করোনা

মন্তব্য নেওয়া বন্ধ।