চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ, প্রবাসী আটক

চট্টগ্রামে অভিনব কায়দায় রাইস কুকারে করে ওই স্বর্ণ পাচারকালে মোহাম্মদ আলী নামে এক প্রবাসীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণ জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছে এসব স্বর্ণ পাওয়া যায়।আটককৃত প্রবাসীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের মো. মুসার ছেলে।

কাস্টমস সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন। পরে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। সকাল সাড়ে ৯টার দিকে তার লাগেজ কেটে রাইস কুকারের লোহার খাঁচের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ। তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের নির্দেশে চোরাচালানে জড়িত ব্যক্তি ও আটক স্বর্ণের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।