রঙিন হচ্ছে চবির মার্কেটিং বিভাগ—এবার বিদায়ী আয়োজন!

একদল তরুণ-তরুণী বসে আছে মেঝেতে। মনের মাধুরী মিশিয়ে আঁকছে কত ছবি! কেউবা আবার ব্যস্ত বিভিন্ন রকমের সাজসজ্জার সামগ্রী তৈরিতে। আবার কেউবা একপাশে দাড়িয়ে মজেছে আনন্দ আড্ডায়। রোববার (৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের করিডোরের চিত্রটা ছিলো ঠিক এমনি!

এখনও সপ্তাহ পুরেনি, বিভাগটি জমকালো আয়োজনে ৩০ বছরপূর্তি উৎসব পালন করেছে। এবার আরেক আয়োজন নিয়ে হাজির শিক্ষার্থীরা। একাডেমিক শিক্ষাজীবনের সায়ান্নে বিভাগটির ২৩ তম ব্যাচ। আর তাদের ‘পোস্ট গ্র‍্যাজুয়েশন সিরেমনি ‘ উপলক্ষে চলছে এই প্রস্তুতি। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে এই উৎসব।

র‌্যালি, শিক্ষকদের সাথে ফরমাল সেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করবে বিভাগটির শিক্ষার্থীরা। যেখানে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থী মিলে কয়েক শতাধিক মানুষের মিলনমেলা হতে চলেছে।

‘পোস্ট গ্র‍্যাজুয়েশন সিরেমনি ‘ অনুষ্ঠানের আয়োজকদের একজন বিভাগটির শিক্ষার্থী মো. আরফাত উদ্দিন মামুন। তিনি বলেন, এই ধরণের আয়োজন আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের অনেক পুরাতন ঐতিহ্য। এবছর আমরা ২৩তম ব্যাচ চেষ্টা করছি এই আয়োজনে কিছু নতুনত্ব নিয়ে আসতে। এক্ষেত্রে আমরা আমাদের ডিপার্টমেন্টের সকলের সর্বাত্মক সাহায্য পেয়ে আসলেই অনেক আনন্দিত। আশা করি আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে সবাইকে বেশ আনন্দঘন কিছু মুহূর্ত উপহার দিতে পারবো।

আয়োজকদের আরেকজন রাব্বী খান নিরব বলেন, আমাদের ব্যাচ আসন্ন ১০ নভেম্বরের এই প্রোগ্রামের জন্য জুনিয়রদের সাথে নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। আশা করি একটি সফল ও সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারবো আমরা। বিদায়ের দ্বারপ্রান্তে এসে একটা অজানা চাপা কষ্ট অনুভব করছি! কারণে অকারণে বারবার ফিরে আসার চেষ্টা করবো প্রিয় এই ক্যাম্পাসে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ডিপার্টমেন্ট আর বিশ্ববিদ্যালয়ের প্রতি।

মন্তব্য নেওয়া বন্ধ।