চুয়েট বদলে দেয়ার কারিগর ড. জাহাঙ্গীর রুয়েটের নতুন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক ভিসি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে সরকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে।

রোববার (১৩ আগস্ট) সরকারের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা যায়।

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও ইউএসটিসির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চুয়েটের বর্তমান অগ্রযাত্রায় পুর কৌশল বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর একাধিক ছাত্রবাস নির্মাণ, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, নতুন একাডেমিক ভবন, টিএসসিসহ বিভিন্ন প্রকল্প শুরু করেছিলেন।
বিদেশের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েটের শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছিল।

চট্টগ্রাম চন্দনাইশের কৃতি সন্তান ড. জাহাঙ্গীর আলমের নতুন পদায়নে চুয়েট ক্যাম্পাসে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন ড. জাহাঙ্গীর আলম।

মন্তব্য নেওয়া বন্ধ।