চোরাই মোবাইল বিক্রির সময় গ্রেপ্তার ৪, জব্দ ৬২টি মোবাইল

চট্টগ্রাম নগরীতে চোরাই মোবাইল বিক্রির সময় চারজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো—বরিশালের কাশিপুর গাজি বাড়ির আলমগীরের ছেলে মো. শামীম (২৮) ও তার ভাই সুমন (২৫), নোয়াখালীর সুধারামের আবুল বশরের ছেলে বেলাল হোসেন (৩২) এবং বায়েজিদের আমিন কলোনির মরহুম মাহফুজুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৪৮)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা চট্টগ্রাম খবরকে বলেন, বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনীস্থ আমিন টেক্সটাইলের উত্তর পাশে রাস্তার পাশে ফুটপাতে চোরাই মোবাইল বেচা-কেনা করাকালে ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।