দক্ষ চালক নিয়োগ দিলে সড়কে দূর্ঘটনা হ্রাস পাবে— দীপংকর তালুকদার

চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা সভা

সরকারের খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, কিছু কিছু অদক্ষ চালক, বেপরোয়া গতি ও চোখে ঘুম নিয়ে গাড়ী চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দূঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় একই পরিবারের ৬ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। ট্রাক বা অন্যান্য গাড়ি চাপায় মুত্যুর সঙ্গে সরকার জড়িত নয়। এর পরেও সরকারের বদনাম হয়। এখন থেকে পরিবহন মালিকেরা আরও আন্তরিক হয়ে দক্ষ চালক নিয়োগ দিলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া সুগার মিল এলাকায় চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়ন আয়োজিত উচ্চ মাধ্যমিকে পরিবহন পরিবারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব মো. নুরুল আবছার, কার্যকরী সভাপতি আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম মহাসচিব মোঃ হুমায়ুন কবির সোহেল, অতিরিক্ত মহাসচিব এমদাদুল হক, চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোঃ আবদুল কদর মুছা, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. সোলায়মান চৌধুরী, কাউখালী থানার ওসি শহীদুল ইসলাম।

এছাড়াও কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেচিমং মারমা, কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. এস্তাফিজুর রহমান, খাগড়াছড়ি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, খাগড়াছড়ি চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর, চট্টগ্রাম প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান, চট্টগ্রাম জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কুমিল্লা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুছ আলমগীর, পরিবহন নেতা হাসান মাহমুদ, রাজানগর কাঠ-জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদেক নুর ও বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংকজ চৌধুরী উপস্থিত ছিলেন।

এতে বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরিবহন পরিবারের কৃতি শিক্ষার্থী ও চট্টগ্রাম আন্তঃজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।