দৃষ্টিনন্দন আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর আজ উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী

কর্ণফুলী শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পার হয়ে কর্ণফুলীর প্রবেশ মুখে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন চত্বর। যেটির নামকরণ করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি নামে।

কর্ণফুলীর ব্যস্ততম মইজ্জেরটেক এলাকায় যানজট নিরসনে নির্মিত চত্বর শনিবার (২৪ জুন) সন্ধ্যায় উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্থয়ানে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্থাপনা।

চত্বর দেখাশুনার দায়িত্বে থাকা মোহাম্মদ ইলিয়াছ জানান, দৃষ্টিনন্দন প্রবেশ ফটক আর মনোরম সাজে সাজানো আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরটি নজর কাড়ছে সবার। মনোমুগ্ধকর পরিবেশে নবনির্মিত চত্বরে হরেক রঙের পানির ঝর্ণা, সবুজে ঘেরা ফুল বাগান, প্রায় ১শত ১৮ ফিট চত্বরের দুইপাশের আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির নান্দনিক দুইটি ছবি রয়েছে। যে গুলোর উচ্চতা ২১ ফিট আর দৈঘ্য ১২ ফিট।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক বলেন, প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু মহোদয়ের স্বপ্ন ছিলো কর্ণফুলীর মানুষকে ত্রিমুখী শাসন থেকে মুক্তি করা। সে স্বপ্নটায় পূরণ করেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। তিনি কর্ণফুলীর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। কর্ণফুলীর প্রবেশমুখে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত হওয়া নান্দনিক চত্বরটি সকলের জন্য একটি শ্রদ্ধার স্থান হওয়ার পাশাপাশি তা দৃষ্টিনন্দন স্থান হিসেবে ও পরিচিতি হবে, যা প্রাকৃতিক সৌন্দর্যে কর্ণফুলীকে আলোকিত করবে।

মন্তব্য নেওয়া বন্ধ।