দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রার্থীরা ছুটছে ভোটারদের দরজায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দ্বীপ উপজেলা সন্দ্বীপ (চট্টগ্রাম-৩) আসনে প্রার্থীরা সাড়ছেন শেষ মূহুর্তের প্রচার-প্রচারণা। ভোটারদের দরজায় দরজায় গিয়ে তাদের আশা-আকাঙ্খা প্রতিফলনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গ্রামের শিশু কিংবা বৃদ্ধ সকলের মুখে শোভা পাচ্ছে নির্বাচনী গান কিংবা স্লোগান।

জানা গেছে,মাত্র ৮০ বর্গমাইলের এ উপজেলায় ভোটার ২ লাখ ৪১ হাজার ৯১৬ জন। এরমধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৭১ জন পুরুষ ও ১ লাখ ১৭ হাজার ৯৪৩ জন নারী এবং ২ জন ভোটার তৃতীয় লিঙ্গের।

এবার এ আসনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ৮ জন। মশাল প্রতীকে জাসদ মনোনীত নূরুল আক্তার, লাঙল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত এম এ ছালাম, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাহফুজুর রহমান, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মুহাম্মদ উল্ল্যাহ খাঁন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আব্দুর রহীম।

ঈগল প্রতীকে স্বতন্ত্র থেকে জামাল উদ্দিন চৌধুরী ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি মনোনীত মোকতাদের আজাদ খান এবং একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে মুহাম্মদ নুরুল আনোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।