পাটের মোড়ক ব্যবহার না করায় ৪ রাইচ মিলকে জরিমানা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাল রাখার ক্ষেত্রে পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করার দায়ে চার ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুন) বিকালে উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম।

তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ নিশ্চিতে উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্য করে চাল রাখার ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয় বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।