ফটিকছড়িতে প্রত্যাশীর উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন ‘সিমস প্রকল্প’-এর উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক ফলোআপ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্টিত অভিবাসন বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা মহিলা-ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার ও ভাইস-চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি মীর মোঃ নুরুল হুদা প্রমূখ

সভায় সংস্থা ও প্রকল্প কার্যক্রম বিষয়ে সার্বিক আলোচনা করেন প্রত্যাশী ‘সিমস’ প্রকল্প-এর প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি)। এ সময় আমন্ত্রিতরা অভিবাসি শ্রমিক ও তাদের পরিবারের জন্য বাস্তবায়নাধীন সিমস প্রকল্প কার্যক্রমের প্রশংসা করেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আলোচকবৃন্দ নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন। তারা বলেন- মানুষ জেনে, শুনে, বুঝে ও দক্ষ হয়ে বিদেশ গেলে সফলতা অবশ্যম্ভাবী। এ সময় বক্তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের এবং সমাজ সচেতনতায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা তথ্য আপা, ইউনিয়ন সচিব ও সদস্য/সদস্যাবর্গ, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ সিমস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন সেশন পরিচালনা করেন সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার আরিফুল ইসলাম ও এস এম জোবায়ের। অনুষ্টান সমন্বয় করেন প্রকল্পের ফটিকছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কো-অর্ডিনেটর সুমন কান্তি নাথ। ডকুমেন্টশনে সহযোগিতা করেন প্রকল্পের ট্রেইনার মোঃ আলী আজগর, মিনহাজুল আলম, সৈয়দা জান্নাতুল মাওয়া প্রমূখ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিম্স প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।

মন্তব্য নেওয়া বন্ধ।