ভোট কেন্দ্রের পাশ থেকে বন্দুক, হেলমেট উদ্ধার করলো র‌্যাব

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩টিতে চলছে ভোট গ্রহণ। ভোট চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভোটকেন্দ্রের পাশের জমি থেকে বন্দুক, হেলমেট ও ক্রিকেটের স্ট্যাম্প উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন র‌্যাব চান্দগাঁও কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকা থেকে একটি বন্দুক, ক্রিকেট খেলার কিছু স্ট্যাম্প ও ৮টি হেলমেট উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে এসব মজুদ করা হয়েছে। কিন্তু সকাল থেকে র‌্যাব, পুলিশের ব্যাপক তৎপরতায় দুপুর ১টা পর্যন্ত বড় কোনো ঝামেলা কেউ ঘটাতে পারেনি। তাই এসব জিনিসও ব্যবহারের সুযোগ কেউ পায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।