মিরসরাইয়ে বাসের সহকারীর মাথা থেঁতলে দিলো লাইনম্যান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়কের ৫০ টাকা চাঁদা না দেওয়ায় মো. হৃদয় (২৪) নামের এক বাস চালকের সহকারী মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে লাইন ম্যানের দায়িত্বে থাকা মো. ফিরোজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মিরসরাই পৌর বাজারের ওভার ব্রিজের নিছে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফেনী-চট্টগ্রাম মহাসড়কের বাস চালক মো. কাজী বলেন,আমরা প্রত্যেক দিন এই সড়কে গাড়ি চালাই। মিরসরাই পৌরবাজারের চাঁদা ১০ টাকা। আজকে লাইনম্যানের লোক ৫০ টাকা চাইতেছে। একথা নিয়ে আমার সহকারী (হৃদয়) সাথে কথাকাটি হলে ল্যাইনম্যানের লোক তাকে লাটি দিয়ে পিঠিয়ে মাথা থেঁতলে করে দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যাই। মাথায় সেলাই পড়েছে। এখনো জ্ঞান ফিরে নাই।

এ বিষয়ে মিরসরাই পৌরবাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মেজবাউল আলম পৌরসভার মিটিংয়ে আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।