মিরসরাইয়ে বিদ্যালয়ে আইপিএম কর্মসূচি

চট্টগ্রামের মিরসরাইয়ে সবজি ফসলি সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতিতে চাষাবাদের কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার মজহারুল হক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে উপজেলা কৃষি অফিসের উদ্যাগে এই কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবায়দুর রহমান ভাসানি। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও সমন্বিত বালাই ব্যবস্হাপনা টিম লিডার ছালেহ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম, মোহাম্মদ শাহজাহান, রুবেল চক্রবর্তী, ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের অভিজিৎ রায় চৌধুরী।

কর্মসূচিতে ফসলের রোগ বালাই দমন বিষয়ে লেখালেখি, প্রদর্শনী ও নাটকের মাধ্যমে অনুষ্ঠান ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রতিষ্ঠানে কৃষি বিষয়ক প্রজেক্টও বাস্তবায়ন করা হবে বলে জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।