মিরসরাই ট্যাজেডি—গেটম্যান সাদ্দাম আটক

গেটম্যান ও গেটবার নিয়ে দু’রকম তথ্য

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়ায় এলাকায় ১১ পর্যটক নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়েছে। আমরা লাশ নিয়ে ব্যস্ত থাকায় তার সাথে এখনো এ বিষয়ে কথা বলতে পারনি।’

ঘটনার পর সাদ্দাম হোসেন দুর্ঘটনার জন্য মাইক্রো চালককে দায়ী করে রেলের কর্মকর্তাদের তথ্য দিলেও প্রত্যক্ষদর্শীরা জানান সাদ্দাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি গেটবারও ফেলেননি।

দুর্ঘটনার পর সাদ্দামের বরাতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, গেটবার তুলে মাইক্রোবাসটি লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনার শিকার হয়। অথচ ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীদের কথা অনুযায়ী, গেটম্যান গেটবার কিছুই ছিল না। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। ট্রেন সামনে আসলে হঠাৎ পূর্বদিক থেকে একটি মাইক্রোবাস রেললাইনে উঠে যায়।

স্থানীয় বাসিন্দা খান মোহাম্মদ মোস্তফা দুর্ঘটনার পরপরই জুমার নামাজ আদায় করে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি দেখেন, রেললাইনের গেটেবার নেই, গেটম্যানও নেই। এ সময় দ্রুতগতির ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

এরপর মহানগর প্রভাতি ট্রেনের যাত্রী কলেজছাত্র কলিম উদ্দিন বলেন, আমি ট্রেনের সামনের দিকে ছিলাম। তখন হালকা বৃষ্টি হচ্ছিল, হঠাৎ ট্রেনের সামনে একটি মাইক্রোবাস পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। গেটবার আমি দেখিনি।

এদিকে দুর্ঘটনার কারণ তদন্তের ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সময় গেটবার দেওয়া ছিল। মাইক্রোবাসের চালক গেটবার সরিয়ে লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটর প্রধান করা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ আনসার আলীকে।

মন্তব্য নেওয়া বন্ধ।