রাঙ্গুনিয়ায় সকাল—দুপুর দুই বেলায় আগুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌরসভার মুরাদনগরে আগুনে পুড়েছে বসতঘর। রোববার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে পৌরসভার মুরাদ নগরে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম আহম্মদ শরীফ। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তারেক চৌধুরী বলেন- আমি আগুনের খবর শোনার সাথে সাথে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সঠিক সময়ে ক্ষতি অল্প ছিল। শুনেছি ঘরের চুলা থেকে আগুনে সৃষ্টি।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আজ সকালে মরিয়মনগরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুরে আবার আগুন লাগে পৌরসভার মুরাদনগরে। সঠিক সময়ে পৌঁছাতে পেরেছি যা কারণে ক্ষতি কম হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

মন্তব্য নেওয়া বন্ধ।