লোহাগাড়ায় ভোটগ্রহণ চলছে, ভোটার কম

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে, লোহাগাড়ার চুনতি হাফেজিয়া মাদ্রাসা, পদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরম্বা উচ্চ বিদ্যালয় এবং চরম্বা ছিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে প্রায় প্রত্যেকটি কেন্দ্রে এখনো পর্যন্ত ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।

এ উপজেলায় ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩৭৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৩৮৭ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।